Saturday, March 2, 2019

মহাকাল



তীব্র পঞ্চম এসে মিশেছে স্নায়ুতে
মহাকাল তোমাকে ডাকছে নামগোত্রহীন
একটা কবিতা কুড়িয়ে ধূলোর আঁচল
গড়ে তুলছে মধ্যমা
মেঘলা আবছায়া মান্যতা পাচ্ছে
আগুন কুড়িয়ে নিতে জানে যে সমকাল
তাকে মুহূর্ত সীমানায় নিশানে ডাকছে
আহা! আহা! সে সকল বৃদ্ধজন
যেন বা পিতামহ হয়ে দাঁড়িয়ে রয়েছে
মহাকাব্য
চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আপনমন
ক্ষমা বৃদ্ধ কোনো পড়ে নেই
এই বদ্ধ প্রাঙ্গণে
ইতিবৃত্ত ছুঁয়ে যাক মুহূর্তকাল
পৃথক কিছু যক্ষ খুঁজে পাক মাধুকরী মন্ত্র
এ রূপভেদ
সচক্ষে জমা করে রাখছে, আবহস্নান
ভেজা গা থেকে ঝরে পড়ুক নির্মাণ নীতি
আঁখি পল্লবে জেনানা স্পর্শকাতর
আলতো ডাকে
পতঙ্গ পুরুষ হয়ে উড়ে যাবে কেন্দ্রবীজ
আর যেসব আমাদের
প্রাণের পরে ছুঁয়েছে নিজাম
কেন এতো মায়া ঢাকা
পৌরুষ জমিয়ে উজাগর হয়ে ওঠো
হে মহাকাল সনাক্ত করছো মুক্ত আঁচলে
তীব্র থাকুক, বিজিত থাকুক
হয়ে যাক কেন্দ্রবিমুখ
ফুটে থাকা দেশকাল
আহা পথিক
ডেকো না এমতো তীব্র মহাকালে
পথিক...