Tuesday, December 5, 2017

পাতা
শূণ্য পাতা পড়ে থাকে
উন্মুক্ত মনখারাপ
শিথিল  মৃন্ময়ী
তমসা ঘন বেআদব
মাগো কোনো তীক্ষ্ণ ঘ্রাণ
শুষে নেওয়ার মত নীরবে
বাড়তে থাকে নিভৃত যোজন

পাহাড়
পাহাড়ি দীঘল ঋতুবাস
ওগো ঘনায়মান সাঁঝের একাকী
পর্বতে কিছু পোশাক নিংড়ানো
আমাদের নামকরণ
মাছের আলেয়া
বাতাস তীব্র, শব্দের ভোরবেলা
কতটা পশম কেন্দ্রিক করে আপেল
রোজানা দেখাচ্ছে চুপিসার

মুর্শিদ
বৃষ্টির ভিতর হাঁটতে থাকা ক্রিয়াপদ
মুর্শিদ গোপনে এসে ফুলকে বলে
গন্ধ ঝরাও, গন্ধ ওড়াও
বিকেলের শীত নিয়ে রাতকে দাও
গভীর লেখার ভিতর ঘাস হয়ে যাক
আলো বাতাসের মাহুত
চিৎকার চিৎকার খেলা খেলছে মুর্শিদ
জংলা চাদরে বেনাকাব বনাঞ্চল
পাহাড়কে বলছে পিলসুজ
রেকাবি হয়ে যাও ভবঘুরে

ঘুম
হঠাৎ ঘুম ভাঙলে তেতো লাগে মুখ
আঁশটে মুখ চুমুকের ঘোরে দুধে নষ্ট
জ্যান্ত কিছু সাপেরা বসেছে রেয়াজে
আক্ষেপ ঘন মিলনের মরফিন
ধোঁয়া ধোঁয়া জগত জোড়া পিউরিটান
আমাদের দোষ ত্রূটি ঘেরা বিদায়বেলা
আমাদের যা কিছু কতটা আঁকিবুকি

বাতাস
বাতাসের আয়নায় ঘন মেঘ
মৃত কুহকের বাতাসে বিশ্ময়
যেখানে সুসময় দাঁড়িয়ে
অরক্ষিত কেন্দ্র আঁকছে জনান্তিকে
মেঘলা পোড়াও
বিহনের শূণ্য ঘ্রাণ
রোদকে ডাকছে পারিজাত
বসন্ত বেদনার ক্রশকাঠ
জাগছে তা থৈ
ডাকছে মূহ্যমান
বলছে বেআব্রু মায়াজাল

নাভি
শীত প্রবণ গন্ধের ঘাসফুল
দীর্ঘরাত চড়াও হয়েছে অনুবাদে
মেঘলা গাড়োয়াল খোলা চুলে
তর্জনী ভর্ত্তি খয়েরী দুপুরেরা
শব্দ উল্টে রাখি নাভির কিনারে
পাক্ষিক কতটা যাপন
চোখের গভীরে রাখা হাত
মানুষ খাচ্ছে বিস্তারিত

খামার
কিছু ডুবে যাওয়া চাঁদ খাবি খাচ্ছে
মাথায় নিকষ, আলোর বিষ
বিষাক্ত রেডিয়াম তুলসী মঞ্ছে
নিকোনো উঠোনে ছড়ানো আক্ষরিক
বহু বহু আলোর পসরা
হেঁটে আসা ঋতুর কাঠামো
আলো মাখা ঘর হতে চাইছে
আলো রেণু খামার বাড়ির গলিপথ

মায়াতান
বিজনে এসেছো
বিপ্রতীপ সান্ধ্যযান
বেলাশেষে রোদের মার্জনা
কেতাবী উড়ে যাওয়া দিনমান
ভিতর থেকে উঠে আসা হাওয়াকল
মাথা খুবলে মোমের বহতা
সমবেত কোনো  আলেয়া নেই
সোহাগী পরবাস আবিষ্ট চরণে
মায়া তান, মায়াতান ঘোরে চরাচরে
কিছুটা নতজানু আলহৈইয়া বিলাবলে

শ্রাবণ
রোদের উপরে ধুয়ে যাচ্ছে নিঃশ্বাস
বাতাসের কোলে বহতা মধুমাস
আমাকে রেখো না শ্রাবণে
বৃষ্টি ধোয়া কুয়োতলা গরাদে
হে প্রিয়, একাকী এসো চুপিসারে
তীক্ষ্ণ ঘ্রাণ তব এই নিবিষ্ট চাদরে
রাধিকা জমায় আপ্লুত ভ্রুকুটি
পৃথিবীর চুম্বন চুপিসারে
হৃদয়ে রেখোনা জঙ্গল
হিমসিম খাওয়া ছাইপাস
যেন বা মিছিল ছুঁয়েছে বিপ্রতীপে

বিকেল
কথা কুড়িয়ে রাখার বেলা শেষ
তীব্র কিছু ঘনায়মান ক্রিমসন
ছবির ভিতরে জমছে ঘুণপোকা
রিদমিক বিশ্ময় আস্তাকুড়ে
পাড়ি দেওয়া আলাপচারিতা
তথাগত হয়ে বসে রয়েছে
যেখানে অলকানন্দা উঠে আসে

যেখানে ঋতুটান পরিশেষে